About Shohure
২০১৩ সাল। বন্ধুরা মিলে শখের বশে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ নিয়ে একটা টিশার্ট ডিজাইন করি এবং ব্যান্ডের ফ্যানপেইজে ডিজাইনটির বিষয়ে মতামত জানতে চাই। মেঘদলের ফ্যানরা ডিজাইনটির বিষয়ে বেশ ইতিবাচক সাড়া দেন এবং দ্রুত টিশার্টটি বাজারে আনার জন্য আমাদেরকে তারা তাগিদ দিতে থাকেন।
এরকম আশাতীত সাড়া পেয়ে শুরু হয় আমাদের ছুটোছুটি। কিছুদিনের মধ্যেই মেঘদলের ফ্যানদের জন্য আমরা অসাধারণ একটি টিশার্ট তৈরি করি। টিশার্ট তৈরির পর শুরু হয় নতুন চিন্তা। কি নামে এই টিশার্ট বাজারে আসবে? কয়েক দফা আলোচনার সাব্যস্ত হয়, আমাদের ব্র্যান্ডের নাম হবে ‘শহুরে’। কারণ শহরের নাগরিকদের চাহিদা পূরণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
বিস্ময়কর বিষয় হলো, মেঘদলের ডিজাইন-নির্ভর টিশার্টটি বাজারে আসার কয়েকদিনের মধ্যেই এর প্রথম সংস্করণ ফুরিয়ে যায়। প্রথম টিশার্টেই বাজিমাত!
এরপর শহুরেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে শহুরের নিজস্ব গ্রাহকশ্রেণি তৈরি হতে শুরু করে। তাদের চাহিদার ভিত্তিতে আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে শুরু করি। একই সঙ্গে আমরা নিজেদেরকে আরো পাকাপোক্তভাবে প্রস্তুত করার অভিযানে নামি। ঐ সময় অনলাইনে কেনাকাটা খুব একটা জনপ্রিয় ছিল না। অনলাইনের প্রতি মানুষের আস্থাও ছিল কম। কাস্টমারদের আস্থা অর্জনে আমরা নিজেদের পুরোপুরি সঁপে দেই। সহজ ডেলিভারি সিস্টেম, মানসম্পন্ন পণ্য ও আন্তরিক কাস্টমার সেবার মাধ্যমে আমরা ধীরে ধীরে কাস্টমারদের আস্থা অর্জনে সক্ষম হই।৮ বছরের দীর্ঘ যাত্রায় আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। আশা রাখি আপনাদের শুভকামনা ও সহযোগিতায় আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
Why buy from us?
‘ডিফরেন্ট ড্রিমস, ডিফরেন্ট অয়ারস’ স্লোগান নিয়ে ২০১৩ সালে যাত্রা করে ‘শহুরে’। একই সময়ে একই ধরনের পণ্য নিয়ে বাজারে আসে আরো বেশকিছু অনালাইন ব্র্যান্ড। এদের বেশিরভাগের অস্তিত্বই এখন আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু অসংখ্য ক্রেতার বিশ্বাস, ভালোবাসা ও আস্থার উপর ভিত্তি করে এখনো বাজারে শক্তিশালীভাবে সাথে টিকে আছে শহুরে।
শুরু থেকেই সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহ করাই ছিল শহুরের প্রধান উদ্দেশ্য। পণ্য ডেলিভারির ক্ষেত্রে শহুরে আর দশটা অনলাইন ব্র্যান্ড থেকে সম্পূর্ণ ভিন্ন। ক্রেতার হাতে পণ্য পৌঁছানোর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকে শহুরে টিম।
‘ব্র্যান্ড শহুরে’ সবসময় চেষ্টা করে নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আমরা মূলত গেমস, টিভি শো, সিরিয়াল, মুভি, মিউজিক ভিডিও, ফুটবল টিম ও ক্লাবকে নিয়ে টি–শার্ট তৈরি করি। টি–শার্টের ডিজাইন বাছাইয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আপনার পছন্দকে। টি–শার্টের পাশাপাশি আমরা পোলো টি–শার্ট, হুডি, জ্যাকেট, ট্র্যাক স্যুটস, শর্টস, মাস্ক, ক্যাপ ও কানটুপি তৈরি করে থাকি।
আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা। পণ্যের মান অনুযায়ী মূল্য নির্ধারণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি আমাদের আরো দুটি উল্লেখযোগ্য মূলনীতি। ক্রেতাদের বিশ্বাস ও সন্তুষ্টিই আমাদের একমাত্র ভরসা।
Our Clients Review
https://www.facebook.com/shohure.fashion/reviews
এবার আসি বিস্তারিতে,গত ২৫ ডিসেম্বর এ ইভ্যালির সাইক্লোনে ৩ টি joggers অর্ডার করি খুবই কম মূল্যে,ডেলিভারি ও খুবই তাড়াতাড়ি পাই,দূর্ভাগ্যবশত রেডেক্স কুরিয়ার এর ভুলের জন্য আমার হাতে চলে আসে অন্য একজনের অর্ডার,আর আমার অর্ডার রেডেক্স কুরিয়ার হারিয়ে ফেলে,পেজে জানালে তারা খুব ভালভাবে বিষয়টা চেক করে,এবং তারা খুব দায়িত্ব নিয়ে রেডেক্সের সাথে যোগাযোগ করে পার্সেলটি চেঞ্জ করে দেয়,এক্ষেত্রে তাদের ব্যবহার ছিল অনেক ভাল,সাথে আজকে যখন আমার পার্সেলটি খুলে দেখি সাথে একটা মাস্ক ও গিফট দিয়েছে,ধন্যবাদ শহুরে,আপনাদের ফোনে একটা কথাই বলেছিলাম যে``কেউ যদি জিজ্ঞেস করে joggers কোথা থেকে কেনা,তখন জেনো আপনাদের কথা বলতে পারি``এখন আপনাদের quality দেখে আর কোন সংশয় রইল না,
``কখনো কোন রিভিউ দেই নি,রিভিউ অনেক বড় হয়েছে,তাও যতটা সম্ভব সংক্ষেপে করা যায়,কারন এত ইভ্যালি থেকে কেনার পর এত ভাল ফিডব্যাক আজ পর্যন্ত কোন সেলারের পাই নি,তাই রিভিউ না দিয়ে পারলাম না|